এম মাসুদ রানা ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি ও সিএফও

মোহাম্মদ মাসুদ রানা এফসিএ সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন। পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল ও ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৩ বছরেরও বেশি সময়ের বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে তার। ২০০১ সালে বেক্সিমকোর গার্মেন্টস ও টেক্সটাইল বিভাগে ফিন্যান্স ম্যানেজার হিসেবে যোগ দেয়ার আগে তিনি এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানিতে কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে ২০০৪ সালে ফিন্যান্সিয়াল কন্ট্রোলার হিসেবে সানোফি-এভেন্টিসে যোগদান করেন। এরপর ২০০৬ সালে ফিন্যান্সিয়াল কন্ট্রোলার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে যোগ দেন তিনি। এর পর ২০১৬ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে সিএফওর দায়িত্ব গ্রহণ করেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংকের সিএফও হিসেবে কর্মরত ছিলেন।

আইসিএবির একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাসুদ রানা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন