ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

৮ বছর আগে শয্যা বাড়লেও কাটেনি জনবল সংকট

বণিক বার্তা প্রতিনিধি জয়পুরহাট

 আট বছর আগে ৫০ শয্যায় উন্নীত করা হয় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে এখন পর্যন্ত হাসপাতালে শয্যা অনুযায়ী চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেয়া হয়নি এতে সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার বাসিন্দাদের প্রধান চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বশেষ (২০১১ সাল) আদমশুমারি অনুযায়ী উপজেলার বাসিন্দা এক লাখেরও বেশি কারণে ২০১১ সালে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় শয্যা বাড়াতে হাসপাতালের জন্য তিনতলা বিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণ করা হয় তবে শয্যা অনুযায়ী চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল বাড়ানো হয়নি বরং ৩১ শয্যার জনবল দিয়েই হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হচ্ছে

সূত্র জানায়, ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা সেবা দেয়ার জন্য ২১ জন চিকিৎসক থাকার কথা কিন্তু ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন মাত্র পাঁচজন গাইনি চিকিৎসক থাকলেও অ্যানেসথেসিস্ট না থাকায় সিজারিয়ান অপারেশন করা যায় না বরং প্রসূতির অবস্থা জটিল হলে জেলা সদরে নিয়ে যেতে বলা হয়

শয্যা বাড়ানোর কারণে হাসপাতালটি পদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬৭টিতে কিন্তু বর্তমানে এর বিপরীতে কর্মরত আছে মাত্র ৯২ জন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম, রোগীদের টিকিট প্রদান পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজসহ হাসপাতালের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মেশিন নষ্ট থাকায় হাসপাতালে আলট্রাসনোগ্রাম পরীক্ষাও বন্ধ আছে দীর্ঘদিন ধরে

হাসপাতালে সেবা নিতে আসা জাকির হোসেন নামের এক রোগী বলেন, হাসপাতালে সরকারি সব সুযোগ সুবিধা রয়েছে কিন্তু ডাক্তার না থাকায় আমরা তা পাচ্ছি না

ব্যাপারে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান বলেন, প্রয়োজনের তুলনায় অপ্রতুল চিকিৎসক জনবল নিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি এতেই হিমশিম খেতে হচ্ছে আমাদের রোগীকে প্রত্যাশিত সেবা দিতে না পারলে নিজেরই খারাপ লাগে কিন্তু কিছইু করার নেই আর আলট্রাসনোগ্রাম মেশিনটি অনেক পুরনো হওয়ায় এটি বারবার নষ্ট হচ্ছে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন