কলেজছাত্র হত্যায় ২ জনের যাবজ্জীবন

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 খুলনার কলেজছাত্র আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লা হত্যা মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে একই সঙ্গে তাদের হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে গতকাল দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার রায় দেন

দণ্ডপ্রাপ্তরা হলেন আরিফ শেখ (২৮) রহমত (২২) খালাস দেয়া হয়েছে মো. কাশেম (২৫), আবু হানিফ (৩৬), পুলিশ কনস্টেবল মো. গোলাম মোস্তফা ওরফে বিপ্লব (৪৫), মো. ইউসুফ (২৪), বাবু শরীফ (২৫), জসিম (২৮), শহিদুল ইসলাম (৫০), এনামুল শেখ ওরফে ইমা (২৬), জুয়েল ওরফে কসাই জুয়েল (৩০), আবুল হাসান (৪৫), আবুল হোসেন (৪০) বাবু শরীফ (২৫)

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২০ জুন রাত সাড়ে ১০টার দিকে খুলনা সরকারি বিএল কলেজের ছাত্র শিবলু মোল্লা দৌলতপুর দেয়ানা পূর্বপাড়া হাসপাতাল মোড়ে একটি বেঞ্চে বসে কোল্ড ড্রিংকস পান করছিলেন সময় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা সেখানে এসে তার সঙ্গে তর্কাতর্কি শুরু করেন এর একপর্যায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনায় নিহতের পিতা ফারুকুজ্জামান বাবু মোল্লা বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক শেখ আবু বকর ২০১৮ সালের মার্চ এক পুলিশ সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন