ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

খাদ্যসহায়তা পাচ্ছেন ২২ জেলার চার লাখ জেলে

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

 বঙ্গোপসাগর নদ-নদী থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গতকাল থেকে নিষেধাজ্ঞা চলাকালীন বরিশাল বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের ২২টি জেলার লাখ হাজার ৭৯ জেলেকে খাদ্যসহায়তা হিসেবে চাল দেয়া হবে বরিশাল বিভাগীয় মত্স্য অধিদপ্তর সূত্রে তথ্য জানা গেছে

সূত্র জানায়, ইলিশ উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুম বিবেচনা করে চলতি বছর অক্টোবর (গতকাল) থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার ধরা নিষিদ্ধ করেছে সরকার মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী সময় ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বিনিময় নিষিদ্ধ নিষেধাজ্ঞা কার্যকর করতে মত্স্য অধিদপ্তর, কোস্টগার্ড, নৌ পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে দক্ষিণাঞ্চলের ২২ জেলায় লাখ হাজার ৭৯ জন কার্ডধারী জেলে সহায়তা পাবেন এজন্য মোট লাখ ১৬১ টন ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়েছে বরিশাল বিভাগের প্রায় লাখ ২৭ হাজারের বেশি জেলে এবার খাদ্যসহায়তার চাল পাবেন এর মধ্যে ভোলায় ৮৮ হাজার জনকে হাজার ৭৬২ টন, পটুয়াখালীর ৪৫ হাজার ৬৪২ জনকে ৯১২ টন, বরিশালে ৪৩ হাজার ৬৪ জনকে ৮৭২ টন, পিরোজপুরের ১৪ হাজার ৮৭৫ জনকে ২৯৭ টন, বরগুনায় ৩৪ হাজার ২১ জনকে ৬৮৪ টন ঝালকাঠিতে হাজার ৪৬০ জনকে ২৯ টন চাল দেয়া হবে

ইলিশ গবেষণা ইনস্টিটিউটের প্রধান গবেষক . আনিসুর রহমান জানান, ৭০-৮০ ভাগ ইলিশ ডিম ছাড়ে আশ্বিনের ভরা পূর্ণিমায় তাই মা ইলিশের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে পূর্ণিমার আগে পরে অর্থাৎ মোট ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

বরিশাল মত্স্য অধিদপ্তরের মত্স্য কর্মকর্তা (ইলিশ) . বিমল চন্দ্র দাস বলেন, মেঘনাসহ বড় নদীতে ইলিশ শিকার রোধে কাজ করছে বিশেষ টিম জেলেদেরও সহায়তার পাশাপাশি সচেতনতায় জোর দেয়া হয়েছে

বরিশাল বিভাগীয় মত্স্য অধিদপ্তরের উপপরিচালক . অলিয়ুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন এবার কঠোর অবস্থানে রয়েছেন প্রান্তিক পর্যায়ে আমরা জেলেদের সঙ্গে সভা করেছি তাদের ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে ২২ দিনের কার্যক্রম তদারকি করতে গঠন করা হয়েছে একাধিক মনিটরিং কমিটি নদী তীরবর্তী এলাকায় এবার বেশি নজর থাকবে

তবে চাল দেয়া নিয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন