সিলেটে শিশু নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

 সিলেটে দক্ষিণ সুরমার শিশু নাঈম হোসেন হত্যা মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেয়া হয়েছে গতকাল দুপুর ১২টায় সিলেট জেলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক রায় দেন

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী, মো. ইছহাক মিয়ার ছেলে মো. মিঠুন মিয়া, দক্ষিণ ভার্থখলা এলাকার বাসিন্দা রুবল আহমদের ছেলে বিপ্লব আহমদ বিপলু লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নাদবুদ গ্রামের মো. আবুল কাশেমের ছেলে জুনেদ হোসেন আর খালাস দেয়া হয়েছে রুবেল আহমদকে

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৪ আগস্ট রাতে দক্ষিণ সুরমার পুরান তেতলি এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে স্থানীয় লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্র নাঈম বাড়ি থেকে নিখোঁজ হয় পরদিন বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনায় ওই বছরের ২০ আগস্ট অপহরণের পর হত্যার অভিযোগে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা আব্দুল হক তদন্ত শেষে ২০১১ সালের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন দীর্ঘ শুনানি শেষে গতকাল মামলার রায় দেয়া হয়

মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম এহিয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন