অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ

ভুটানে জয়ে শুরু কিশোরীদের

ক্রীড়া প্রতিবেদক

 প্রথমার্ধে দুই গোলের পর যেন আত্মতুষ্টি পেয়ে বসল বাংলাদেশী কিশোরীদের ম্যাচের বাকি অংশে ভুটানও অতিমাত্রায় রক্ষণাত্মক ফুটবল খেলে দুয়ের যোগফলে নারীদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে - গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজদের

ম্যাচের ২২ মিনিটে বামদিক থেকে আসা লব বক্সের বাইরে লাফিয়ে উঠে নামিয়ে দেন রেহানা আক্তার ডি বক্সের ঠিক ওপর থেকে শাহেদা আক্তার রিপার দুরন্ত ভলি ভুটান গোলরক্ষক নরবু গাংমুকে কোনো সুযোগ না দিয়ে বল জালে জড়ায় (-)

প্রথম গোল করা রিপা দ্বিতীয় গোলের নেপথ্য কারিগর ফরোয়ার্ডের সঙ্গে ওয়ান-টু পাস খেলে দুরন্ত গতিতে বল নিয়ে বক্সে প্রবেশ করেন রোজিনা আক্তার; পরবর্তী সময়ে গড়ানো শটে ভুটান গোলরক্ষককে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি (-)

দুই গোলের পর ভালো কিছু সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ ৩৪ মিনিটে রেহানা আক্তারের কাটব্যাক থেকে বক্সের মধ্য থেকে দুর্বল শটে প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে বল তুলে দেন রিপা রাইট উইংয়ে দুরন্ত খেলা রেহানা ৪১ মিনিটে আরো একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন এবার দুর্বল শটে তা নষ্ট করেন রোজিনা ৬৭, ৬৯, ৭৪ ৮১ মিনিটে আরো চারটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ তার আগে দিনের প্রথম ম্যাচে নেপালকে - গোলে হারায় ভারত

চার জাতির আসরের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ প্রাথমিক পর্বের শেষ ম্যাচে গোলাম রাব্বানী ছোটনের দলের প্রতিপক্ষ ভারত প্রাথমিক পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন