প্রোটিয়াদের ফেরার লড়াই

ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন বিশাখাপত্মম টেস্টের প্রথম ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় ইনিংসে একেবারে অসহায় আত্মসমর্পণ করে দক্ষিণ আফ্রিকা ফলে প্রোটিয়াদের দেখতে হয়েছে ২০৩ রানের বিশাল হার পুনেতে দ্বিতীয় টেস্টে সিরিজ বাঁচানোর লক্ষ্য সামনে রেখে মাঠে নামছে ফাফ ডু প্লেসির দল দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সফরকারীদের জন্য ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ দখলে নিতে পারবে ভারত

পুনের মাঠটিই আবার অনুপ্রেরণা জোগাতে পারে প্রোটিয়াদের মাঠে অনুষ্ঠিত একমাত্র টেস্টে ভারতকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া ঘূর্ণি জাদুতে সে ম্যাচে ভারতকে বধ করেছিল অসিরা অবশ্য ২০১৭ সালের সেই হারের যন্ত্রণা প্রোটিয়াদের বিপক্ষে জয় দিয়ে ভুলতে চাইবে ভারত ম্যাচটিতে স্বাগতিকরা দুই ইনিংসে রান করেছিল যথাক্রমে ১০৫ ১০৭ কিন্তু আজ মাঠে নামার আগে ভারতীয় ব্যাটসম্যানদের ফর্ম যেকোনো বোলিং লাইনকে কাঁপন ধরিয়ে দেয়ার মতো ওপেন করতে নেমে আগের ম্যাচেই ইতিহাস গড়েছেন রোহিত শর্মা সে ম্যাচে ক্রিকেট ইতিহাসের একাধিক রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল বল হাতেও মোহাম্মদ শামি-রবিচন্দন অশ্বিনরা আছেন দারুণ ছন্দে সবমিলিয়ে ফর্মে থাকা ভারতকে হারাতে হলে কঠিন এক চ্যালেঞ্জে জিততে হবে প্রোটিয়াদের এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন