একুয়েডরে কারফিউ জারি

বাণিক বার্তা ডেস্ক

 সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিতে গত পরশু একুয়েডরের রাজধানী কুইটোতে কয়েক হাজার আদিবাসী জমায়েত হয় তাদের অনেকের হাতে লম্বা লাঠি দেখা গেছে সাম্প্রতিক বিক্ষোভ সংঘর্ষের মুখে দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনো তার অবরুদ্ধ হয়ে পড়া প্রশাসন রাজধানী কুইটোর বাইরে সরিয়ে নিতে বাধ্য হন খবর সিবিএসনিউজ

দক্ষিণ আমেরিকার প্রায় কোটি ৭০ লাখ মানুষের দেশটি ভয়াবহ ধরনের দুর্বিপাকে ঘুরপাক খাচ্ছে গণপরিবহনস্বল্পতায় দেশটির যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে রাস্তা দখলে নিয়ে সংঘবদ্ধ বিভিন্ন গ্রুপ রাস্তার টোল নিজেরা নিতে শুরু করায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার অর্থনীতি

মোরেনো গত সপ্তাহে জ্বালানি তেলের ভর্তুকি উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকে দেশটির রাজধানীতে সহিংসতা অব্যাহত রয়েছে এদিকে বিক্ষোভকারীরা দেশটির কিছু তেল স্থাপনা সরকারি তেল কোম্পানি নিজেদের দখলে নিয়ে নিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে দেশটির দৈনিক তেল উত্তোলন লাখ ৬৫ হাজার ব্যারেল কমতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির দৈনিক মোট তেল উত্তোলনের এক-তৃতীয়াংশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন