ইউরোপে নরওয়ের গ্যাস রফতানি ১৫ বছরের সর্বনিম্নে

বণিক বার্তা ডেস্ক

ইউরোপে গ্যাসের দাম কমে গত দশকের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এর প্রভাবে নরওয়ে থেকে এ অঞ্চলে পাইপলাইনযোগে জ্বালানিটির রফতানি কমে এসেছে। তবে রফতানি কমে যাওয়ার পেছনে দামই এককভাবে দায়ী নয়। বরং নরওয়ের অনেকগুলো গ্যাসক্ষেত্র ও পাইপলাইনে রক্ষণাবেক্ষণ কাজ চলছে। ফলে এসব প্লান্ট থেকে উত্তোলনও কমে এসেছে। যে কারণে সেপ্টেম্বরে ইউরোপে দেশটির গ্যাস রফতানি কমে গত ১৫ বছরের সর্বনিম্নে নেমে এসেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস ও অয়েলপ্রাইস ডটকম।

নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডিরেক্টরেট বলছে, যুক্তরাজ্য ও ইউরোপ মহাদেশীয় অঞ্চলে সেপ্টেম্বরে সব মিলিয়ে ৪৫৯ কোটি ঘনমিটার গ্যাস রফতানি করেছে নরওয়ে, যা ২০০৪ সালের আগস্টের পর সর্বনিম্ন মাসভিত্তিক রফতানি। দেশটির দৈনিক সক্ষমতা রয়েছে ৩৫ কোটি ঘনমিটার হলেও সেপ্টেম্বরে দৈনিক ১৫ কোটি ৩০ লাখ ঘনমিটার গ্যাস রফতানি করেছে নরওয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন