৯ মাসে একটি ‘ন্যানো’ বিক্রি

চলতি বছরের প্রথম নয় মাসে একটিওন্যানো উৎপাদন করেনি টাটা মোটরস। সর্বশেষ ফেব্রুয়ারিতে ভারতের বাজারে এন্ট্রি-লেভেল কার ন্যানোর একটি ইউনিট বিক্রি করেছে টাটা। যদিও মডেলটির উৎপাদন বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়নি গাড়ি নির্মাতা কোম্পানিটি। ন্যানোর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনো নির্দিষ্ট করে কোনো সিদ্ধান্ত নেয়নি টাটা মোটরস। কোম্পানিটি বলছে, চাহিদা, উৎপাদন পরিকল্পনাসহ বেশকিছু বিষয় আমলে নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে টাটা মোটরস স্বীকার করেছে, নতুন নিরাপত্তা নিয়ম-কানুন ও বিএস-সিক্স নির্গমন আইনের শর্ত পূরণ করতে পারবে না ন্যানো। ২০০৮ সালের জানুয়ারিতে বাজারেন্যানো নিয়ে আসে টাটা। সাধারণ মানুষ যেন সহজে একটি গাড়ির মালিক হতে পারে, সেজন্য তুলনামূলক কম দামের এ মডেল আনা হয়। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় চাহিদা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে।             সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন