ডেনমার্ক গেলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সি-ফোরটি বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সোমবার রাত পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেনমার্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। আজ থেকে শুরু সম্মেলন চলবে ১২ অক্টোবর পর্যন্ত। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসিসি সূত্রে জানা যায়, সি-ফোরটি ৯৪টি মেগাসিটির একটি সংগঠন। মূলত জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার লক্ষ্যে সি-ফোরটি কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মেলনটি চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন শহর থেকে আসা মেয়ররা তাদের নিজ নিজ শহরের নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যেসব ভবিষ্যৎ পরিকল্পনা প্রস্তুতি নিয়েছেন, তা সম্মেলনে তুলে ধরবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন