গফরগাঁওয়ে এক কিলোমিটার সড়কে ৫ গ্রামের মানুষের দুর্ভোগ

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

 ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাত্র এক কিলোমিটার একটি কাঁচা সড়কের কারণে পাঁচ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পাগলা থানার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়ার সড়ক ব্যবহার করেই প্রতিদিন শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে হয় বর্ষাকালে হাঁটুসমান কাদা জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বিকল্প যাতায়াত পথ না থাকায় সময় ভোগান্তি বহুগুণে বেড়ে যায়

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদনগর পূর্বপাড়া সড়কটির দৈর্ঘ্য মাত্র দেড় কিলোমিটার  সড়কটি গয়েশপুর বাজারে গিয়ে পাকা সড়কের সঙ্গে মিলেছে সড়ক দিয়ে পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া, গজাইরাটেক পার্শ্ববর্তী লংগাইর ইউনিয়নের ডিমাইল, বাগড়া, পূর্ব গোলাবাড়ি গ্রামের মানুষ পাগলা থানার বাণিজ্যিক কেন্দ্র গয়েশপুর বাজারে চলাচল করেন গফরগাঁও সদরে যেতেও একমাত্র পথ এটি পাঁচ গ্রামের শিক্ষার্থীরা গয়েশপুর কলেজ, আলিয়া মাদ্রাসা, গয়েশপুর উচ্চ বিদ্যালয়, শহীদ নগর হাইস্কুল, খিলপাড়া হাফিজিয়া মাদ্রাসা শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথেই যাতায়াত করে

সড়কের আধা কিলোমিটারে ইট বিছানো বাকি এক কিলোমিটার কাদা পানিতে মাখামাখি বর্ষাকালে সড়কে যান চলাচল প্রায় বন্ধই হয়ে যায় অটোভ্যানচালকরা দ্বিগুণ ভাড়াতেও ঝুঁকি নিতে চান না গত সোমবার পোলট্রি ফিডসহ একটি অটোভ্যান উল্টে যায় স্থানীয়দের সহায়তায় কোনো রকম সেটি টেনে তোলা হয়

শহীদনগর গ্রামের বাসিন্দা শাহজাহান কবীর জানান, লংগাইর পাইথল ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষের গয়েশপুর যাওয়ার একমাত্র সড়ক এটি বৃষ্টির দিনে কাদা পানিতে চরম দুর্ভোগে পড়তে হয় কেউ অসুস্থ হলে বা সন্তানসম্ভবাকে হাসপাতালে নেয়ার জন্য যানবাহন পাওয়া কঠিন হয়ে পড়ে কৃষিপণ্য পরিবহন করে বাজারে নিতে অনেক খরচ হয়ে যায় অথচ জনপ্রতিনিধিদের এদিকে কোনো নজরই নেই!

গয়েশপুর কলেজের শিক্ষার্থী আব্দুল হান্নান বলে, বর্ষাকালে তিন গুণ ভাড়া দিয়েও রিকশা, ভ্যান পাওয়া যায় না আমরা সড়ক পাকা করার দাবি জানাচ্ছি 

স্থানীয়রা জানায়, দেড় কিলোমিটার সড়কের মধ্যে চার-পাঁচ মাস আগে আধা কিলোমিটার সড়ক সলিং করার কারণে চলাচলের উপযোগী হয়েছে বাকি সড়কটুকু করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের কাছে লিখিত আবেদন করা হয়েছে

ব্যাপারে জানতে চাইলে গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, সড়কের ব্যাপারে আমি অবগত আছি আধা কিলোমিটার সলিং করা হয়েছে পুরো সড়কটি পাকাকরণের জন্য আমি প্রকল্প<

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন