রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ চরমপন্থী গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 রাজবাড়ীর পাংশায় চরমপন্থী সংগঠন ফিরোজ বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গত সোমবার রাতে উপজেলার পাট্টা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় গতকাল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসব তথ্য জানান

গ্রেফতারকৃতরা হলেন পাংশা উপজেলার হামুয়াপাড়া এলাকার জামাল মোল্লার ছেলে মো. শরিফ মোল্লা, কালুখালী উপজেলার জামালপুর গ্রামের রেজাউল সরদারের ছেলে ইমরান সরদার বড় শাওরাইল এলাকার ওমর আলীর ছেলে মিজানুর রহমান ওরফে ন্যাড়া মিজান

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পাংশা, কালুখালী মাগুরার শ্রীপুর এলাকায় আতঙ্ক ছিল চরমপন্থী সংগঠন ফিরোজ বাহিনীর এক মাস আগে মাগুরার শ্রীপুর এলাকায় গড়াই নদীর পার থেকে ফিরোজ বাহিনীর প্রধান ফিরোজের মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার পর বাহিনীর অন্য সদস্যরা বেপরোয়া হয়ে ওঠে তারা রাজবাড়ীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল ব্যাপারে অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে ফিরোজ বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করা হয় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, মো. ফজলুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন