জলবায়ু সুরক্ষার দাবিতে লন্ডন বিক্ষোভ থেকে আটক ৩০০

বণিক বার্তা ডেস্ক

 জলবায়ু বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব মোকাবেলার দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সোমবার যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে ড্রাম ব্যানার নিয়ে তারা ব্রিটিশ পার্লামেন্টসংলগ্ন ১১টি স্থানে সমবেত হয়ে বিক্ষোভ করে এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি সরকারকে অসহযোগিতার দায়ে সেখান থেকে তিন শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে ব্রিটিশ পুলিশ খবর রয়টার্স

এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি পরিবেশবাদী গ্রুপের ডাকে ব্রিটেনসহ জার্মানি, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স নিউজিল্যান্ডে বিক্ষোভ করেন পরিবেশকর্মীরা কার্বন নিঃসরণ কমাতে রাজনৈতিক নেতাদের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে একযোগে বিক্ষোভ ডাকা হয়

আন্দোলনকারীদের দাবি, সরকারের প্রস্তাবিত ২০৫০ সালের মধ্যে নয়, ২০২৫ সালের মধ্যেই কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে

পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দিন শেষে মোট ৩১৯ জনকে আটক করা হয়েছে

বিক্ষোভকারীরা পার্লামেন্টসংলগ্ন একটি সেতু এবং একাধিক সড়ক অবরোধ করে আয়োজক সংগঠনের দাবি, দুনিয়াজুড়ে ৬০টি দেশে একযোগে কর্মসূচি চলছে তবে লন্ডনের বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাকে জানিয়েছেন, বিক্ষোভকারীদের আচরণ সহযোগিতাপূর্ণ ছিল না

তিনি আরো জানান, বিক্ষোভকারীরা তার ওপর ডিম ছুড়তে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন