টি২০ দলেও ওয়ার্নার-স্মিথ

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওয়ানডে টেস্ট খেলেছেন ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ এবার অস্ট্রেলিয়া টি২০ দলেও ফিরলেন দুই সুপারস্টার শ্রীলংকা পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে গতকাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ চলাকালে বল টেম্পারিং করার অভিযোগে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত ওয়ানডে বিশ্বকাপের আগে ফিরেছেন বিশ্বকাপ শেষে অ্যাশেজেও খেলেছেন ওয়ার্নার স্মিথ

ওয়ার্নার স্মিথকে ফেরানো নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেন, আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ওয়ার্নার স্মিথকে আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি আমরা স্মিথ সব ফরম্যাটেই বিশ্বমানের ব্যাটসম্যান, আর ওয়ার্নার তো টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সে হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ রান করেছে

শ্রীলংকা পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করা হলেও অস্ট্রেলিয়ার নির্বাচকদের ভাবনায় মূলত আগামী বছরের টি২০ বিশ্বকাপ নিয়ে হনস বলেন, অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ শুরু হতে ঠিক এক বছর বাকি, সে কথা মাথায় রেখেই আমরা এই স্কোয়াড নির্বাচন করেছি ওই টুর্নামেন্টের জন্য আমরা খেলোয়াড়দের একটা দল হিসেবে তৈরি করতে চাই

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে অসিরা, নভেম্বর সিডনিতে প্রথম ম্যাচ এএফপি      

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, বিলি স্টেনলেক, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার অ্যাডাম জাম্পা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন