ইন্দোনেশিয়া থেকে নিকেল আকরিক আমদানি বাড়িয়েছে চীন

বণিক বার্তা ডেস্ক

ইন্দোনেশিয়া থেকে চীনের নিকেল আকরিকের আমদানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে।

দেশটির স্টেইনলেস স্টিল (মরিচারোধক ইস্পাত) উৎপাদনকারীরা পণ্যটির মজুদ

বৃদ্ধিতে আমদানি বাড়িয়েছেন। স্টেইনলেস স্টিল তৈরির অন্যতম প্রধান কাঁচামাল নিকেল আকরিক। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ নিকেল আকরিক উত্তোলনকারী দেশ। সম্প্রতি দেশটির সরকার খনিজ পণ্যটির রফতানি নিষেধাজ্ঞার আওতায় আনবে বলে ঘোষণা দেন। আগামী বছরের জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন হবে। এতে চীনের খাতসংশ্লিষ্টরা পণ্যটির রফতানি বন্ধ হওয়ার আগেই আমদানি বাড়াতে শুরু করেছেন। এ ধারাবাহিকতায় আগস্টে দেশটি ইন্দোনেশিয়া থেকে আগের বছরের একই সময়ের তুলনায় খনিজ পণ্যটির আমদানি বাড়িয়েছে সাড়ে ২৬ শতাংশ।

এদিকে চীনে আমদানি বাড়ার কারণে আন্তর্জাতিক বাজারে নিকেল আকরিকের দাম বেড়েছে। সম্প্রতি লন্ডল মেটাল এক্সচেঞ্জে (এলএমই) পণ্যটির দাম বেড়ে ছয় বছরের সর্বোচ্চে উঠে যায়।

চীন বিশ্বের শীর্ষ স্টেইনলেস স্টিল উৎপাদনকারী দেশ। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কাস্টমসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার থেকে আগস্টে মোট ৫৭ লাখ ২০ হাজার টন নিকেল আকরিক আমদানি করেছে চীন, যা আগের মাসের তুলনায় সাড়ে ৫ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৭ শতাংশ বেশি।

এর মধ্যে দেশটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছে ১৬ লাখ ১০ হাজার টন।  আগের বছরের আগস্টে আমদানির পরিমাণ ছিল ১২ লাখ ৭০ হাজার টন। তবে জুলাইয়ের তুলনায় এ সময়ে আমদানি কমেছে ৮ দশমিক ৪ শতাংশ।

আগস্টে চীনের বাজারে নিকেল আকরিকের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ হচ্ছে ফিলিপাইন। ইন্দোনেশিয়া থেকে আমদানি বন্ধ হয়ে গেলে এটিই বেইজিংয়ের সম্ভাব্য বৃহৎ বিকল্প উৎস। ফিলিপাইন থেকে এ সময় দেশটি আমদানি করেছে ৩৯ লাখ ৯০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৮ শতাংশ বেশি। তবে জুলাইয়ের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন