কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলনে ধস

বণিক বার্তা ডেস্ক

ভারতে সম্প্রতি ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। এতে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলন ব্যাহত হয়েছে। সেপ্টেম্বরে কোল ইন্ডিয়ায় জ্বালানি পণ্যটির উত্তোলন কমে ছয় বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। এছাড়া এ সময় কোম্পানিটির কয়লা রফতানি কমে পাঁচ বছরের সর্বনিম্নে নেমে এসেছে। খবর ব্লুমবার্গ ও বিজনেস স্ট্যান্ডার্ড।

ভারতের স্টক এক্সচেঞ্জে দেয়া কোম্পানির তথ্য

অনুযায়ী, কলকাতাভিত্তিক রাষ্ট্রীয় কয়লা খনি থেকে সেপ্টেম্বরে মোট ৩ কোটি ৭ লাখ ৭০ হাজার টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ২৪ শতাংশ কম। একই সঙ্গে ২০১৩ সালের পর সর্বনিম্ন উত্তোলন।  এ সময় দেশটি থেকে পণ্যটির রফতানি ২০ শতাংশ কমে ৩ কোটি ৫১ লাখ ৮০ হাজার টনে দাঁড়িয়েছে, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

রফতানি কমে আসায় ভারতীয় কয়লার প্রধান ভোক্তা দেশগুলোয় পণ্যটির সরবরাহ কমেছে। এছাড়া দেশটির বিদ্যুৎকেন্দ্র, অ্যালুমিনিয়াম ও সিমেন্ট কারখানায় জ্বালানি পণ্যটির সরবরাহ সীমিত হয়ে পড়েছে। দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় কয়লার মজুদ কমে নয় মাসের সর্বনিম্নে নেমে এসছে। তবে এ সময় ভারত পণ্যটির আমদানি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।

মুম্বাইয়ের ইলারা সিকিউরিটিজের বিশ্লেষক রুপেশ সঙ্খে বলেন, এবার ভারতে বর্ষাকাল স্বাভাবিকের তুলনায় বেশি দীর্ঘ হয়েছে। এ কারণে খনিজ উত্তোলন ব্যাহত হয়েছে। এছাড়া গত মাসে শ্রমিক ধর্মঘটও উত্তোলন কমে আসার অন্যতম কারণ। এতে চলতি অর্থবছরের দেশটির ৬৬ কোটি টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা অর্জন কষ্টসাধ্য হয়ে উঠতে পারে।

এদিকে কোল ইন্ডিয়ার একটি পরিচালনা ইউনিটের মুখপাত্র ডিক্কেন মেহরা জানিয়েছেন, রাষ্ট্রীয় খনিটির ওড়িশার তালচের কয়লাক্ষেত্রটি এখনো পুরোপুরি কার্যক্রমে ফিরতে পারেনি। কয়লাক্ষেত্রটির ভরতপুর কূপটি গত জুলাইয়ে একটি দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন