২০ হাজার কর্মীর পেনশন সুবিধা স্থগিত করছে জিই

বণিক বার্তা ডেস্ক

প্রায় ২০ হাজার বেতনভুক্ত কর্মীর পেনশন স্থগিতের ঘোষণা দিয়েছে জেনারেল ইলেকট্রিক কোম্পানি (জিই) সোমবার এক ঘোষণায় তথ্য জানায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানি। ঋণভারে ধুঁকতে থাকা কোম্পানির অবসর তহবিলের ৮০০ কোটি ডলার ঘাটতি পূরণে রকম আরো পদক্ষেপ নিতে চাচ্ছে কোম্পানিটি। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, পদক্ষেপগুলো জিইর পেনশন বাধ্যবাধকতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। গত বছর প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার ৫৮০ কোটি ডলার ঋণের বোঝা কমানোর চেষ্টা করছেন ল্যারি কাল্প।

জিইর ত্রৈমাসিক ডিভিডেন্ড এক পেনি কমিয়ে এনেছে এবং নন-কোর ব্যবসাগুলো বিক্রি করে দিয়েছে বা বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে। কোম্পানিটি তাদের প্রধান পণ্য; বিদ্যুৎকেন্দ্র, জেট ইঞ্জিন, উইন্ডমিল এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি সেবা সরবরাহে মনোযোগী হবে।

জিইর পেনশন পরিকল্পনা তাদের সবচেয়ে বড় লায়াবিলিটিজ। ২০১৮ সালের শেষের দিকে তা হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যেসব মার্কিন কর্মীর পেনশন সুবিধা স্থগিত করা হচ্ছে, তারা ২০২১ সালে সুনির্দিষ্ট অর্থ সুবিধা পাবেন, যা ৪০১ (কে) পরিকল্পনা হিসেবে পরিচিত।

বিদ্যুৎকেন্দ্রের গ্যাসের টারবাইনের চাহিদায় শ্লথগতিতে কোম্পানিটি দীর্ঘদিন ধরেই মুনাফায় ফিরতে হিমশিম খাচ্ছে। এছাড়া বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডিংয়ের ফলে জেট ইঞ্জিন বিক্রি কমে যাওয়ায় ১০০ কোটি ডলার লোকসান গুনেছে জিই। দীর্ঘমেয়াদি কেয়ার ইন্সুরেন্স ব্যবসার লায়াবিলিটিজ কভারে হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ করেছে কোম্পানিটি।

২০ হাজার কর্মীর পেনশন স্থগিত করার মাধ্যমে ২০২১ ২০২২ সালের মধ্যে এক লাখ অবসর গ্রহণকারীর জন্য ৪৫০ কোটি ডলার বরাদ্দ করবে। জিই বলছে, তারা পেনশন আন্ডারফান্ডিং ৫০০ কোটি থেকে ৮০০ কোটি ডলার কমিয়ে আনবে।

সোমবার দুপুরে জিইর শেয়ারদর শূন্য দশমিক ২০ শতাংশ কমে দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। পেনশন স্থগিতের সিদ্ধান্ত ২০২১ সালের জানুয়ারিতে কার্যকর হবে।

বোস্টনভিত্তিক কোম্পানিটি জানায়, তারা তাদের নিট ঋণের পরিমাণ ৪০০ থেকে ৬০০ কোটি ডলার কমানোর পরিকল্পনা করছে। তবে যারা পেনশন সুবিধা উপভোগ করছেন, তাদের কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করেছে কোম্পানিটি।

২০১২ সালের পর থেকে নতুন প্রবেশকারীদের পেনশন পরিকল্পনা বন্ধ করে দিয়েছে জিই। ২০১৮ সালের শেষ নাগাদ প্রায় লাখ ৮৩ হাজার কর্মিবাহিনীর ৯৭ হাজারই যুক্তরাষ্ট্রে কর্মরত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন