ভিয়েতনামে দ্রুততার সঙ্গে ডিজিটাল অর্থনীতির বিস্তৃতি ঘটছে

বণিক বার্তা ডেস্ক

সবচেয়ে দ্রুতগতিতে ডিজিটাল অর্থনীতির বিস্তৃতির দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। গুগল, টেমাসেক যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ম্যানেজমেন্ট কনসালট্যান্সি ফার্ম বেইন তথ্য জানিয়েছে।

২০১৯ সালে ভিয়েতনামের ইন্টারনেট অর্থনীতির আকার দাঁড়িয়েছে হাজার ২০০ কোটি ডলারে, ২০১৫ সাল থেকে বার্ষিক প্রবৃদ্ধি ৩৮ শতাংশ। ২০২৫ সালে ভিয়েতনামের ইন্টারনেট অর্থনীতির আকার হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনলাইন ট্রাভেল, অনলাইন মিডিয়া, রাইডশেয়ারিং, -কমার্স ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসএই পাঁচ খাত নিয়ে অঞ্চলের ছয় শীর্ষ অর্থনীতি যথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ভিয়েতনামের ওপর পর্যালোচনা করা হয়েছে।

সবচেয়ে দ্রুতগতিতে ডিজিটাল অর্থনীতির বিস্তৃতির দিক থেকে অঞ্চলে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া।

সূত্র: সিনহুয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন