দিল্লির কাছে সুইস ব্যাংকের গোপন অ্যাকাউন্টের তথ্য

বণিক বার্তা ডেস্ক

সুইস ব্যাংকে কোন কোন ভারতীয়র অ্যাকাউন্ট রয়েছে, সেগুলোয় কী পরিমাণ অর্থ গচ্ছিত রয়েছে। সেই সম্পর্কিত বিশদ তথ্যের প্রথম কিস্তি নরেন্দ্র মোদি সরকারের হাতে তুলে দিয়েছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, মোদি সরকার কালো টাকার বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছে, তাতে এক ধাপ এগিয়ে গেল।

২০১৬ সালে ভারত সুইজারল্যান্ড ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আদান-প্রদান সম্পর্কিত একটি চুক্তি করে, যা ২০১৮ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়।

সুইজারল্যান্ডের ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের (এফটিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন ফ্রেমওয়ার্কের আওতায় ৭৫টি দেশের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য বিনিময়ের চুক্তি হয়। তালিকায় ভারতও রয়েছে। ফলে ভারতের যেসব রাজনীতিবিদ ব্যবসায়ীর অর্থ সুইস ব্যাংকে জমা রয়েছে, তা আর গোপন থাকবে না। গত বছর ৩৬টি দেশকে ধরনের তথ্য সরবরাহ করা হয়েছিল।

এবার অর্থাৎ প্রথম ধাপে বেশকিছু অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য ভারতকে দেয়া হয়েছে। ২০২০ সালে দ্বিতীয় ধাপে আরো তথ্য দেয়া হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন