বোয়িংয়ের বিরুদ্ধে সাউথওয়েস্ট পাইলটদের মামলা

উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছে সাউথওয়েস্ট এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশন (এসডব্লিউএপিএ) বোয়িংয়ের বিরুদ্ধে নতুন মডেলের ৭৩৭ ম্যাক্সের মাধ্যমে এসডব্লিউএপিএর উড়োজাহাজ কোম্পানি পাইলটদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে। দুটি ভয়াবহ দুর্ঘটনার পর বোয়িংয়ের মডেলের সবকটি উড়োজাহাজ চলতি বছরের মার্চ থেকে বিশ্বজুড়ে গ্রাউন্ডেড রয়েছে। ৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডেড থাকায় এসডব্লিউএপিএভুক্ত বিভিন্ন কোম্পানির ৩০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। একই কারণে সংশ্লিষ্ট পাইলটরা হারিয়েছেন ১০ কোটি ডলার মজুরি। ৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডেড করার সময় সাউথওয়েস্টের বহরে ছিল ওই মডেলের ৩৪টি উড়োজাহাজ। বোয়িংয়ের সাউন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে ত্রুটি থাকায় নিয়ন্ত্রকদের কাছ থেকে নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য পাইলটদের কাছে না পৌঁছায় যাত্রী, পাইলট সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সাউথওয়েষ্টের পক্ষে করা মামলায়। যুক্তরাষ্ট্রের ডালাস টেক্সাসে বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছে সাউথওয়েস্ট। সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন