প্লেস্টেশন ৪-এ অ্যান্ড্রয়েড রিমোট প্লে ফিচার

বণিক বার্তা ডেস্ক

প্লেস্টেশন -এর হালনাগাদ সংস্করণে ১৬ প্লেয়ার পার্টি অপশন যুক্ত হয়েছে। ফলে আগের সংস্করণের চেয়ে দ্বিগুণ প্লেয়ার একসঙ্গে যোগ দিতে পারবে। পাশাপাশি অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের জন্য রিমোট প্লেফিচারও এনেছে সনি। খবর এঙ্গেজেট।

সম্প্রতি সনির পক্ষ থেকে এক ব্লগ পোস্টে নতুন হালনাগাদের ঘোষণা এসেছে। এতে আরো উন্নত পার্টি ফাংশনের পাশাপাশি নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং অডিওর মানেও অনেক উন্নতি করেছে গেমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠানটি। এছাড়া পার্টি চ্যাটকে টেক্সটে রূপান্তর করার পাশাপাশি সেটি পিএস৪ সেকেন্ড স্ক্রিন অ্যাপের মাধ্যমে রোবট দিয়ে সেটি উচ্চারণ করে পড়াও যাবে।

আরেকটি বড় পরিবর্তন হলো . হালনাগাদ সংস্করণে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ট্যাবলেট ডিভাইসে রিমোট প্লেফিচারটি পাওয়া যাবে। তবে ডিভাইসটি অবশ্যই অ্যান্ড্রয়েডের . বা তারপরের সংস্করণচালিত হতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন