খুলনা ও ঝিনাইদহে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি খুলনা ও ঝিনাইদহ

 ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জেলায় দুই নারীর মৃত্যু হয়েছে গত রোববার রাতে খুলনায় গতকাল ঝিনাইদহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় প্রতিনিধিদের পাঠানো খবর

খুলনা: রেখা মল্লিক (৪৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে গত রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রেখা মল্লিক যশোরের কেশবপুর উপজেলা সদরের চিত্ত মল্লিকের স্ত্রী নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু নারীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, রেখা মল্লিক শনিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন রোববার রাত পৌনে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ডেঙ্গু ছাড়াও তিনি কিডনির সমস্যা হূদরোগে ভুগছিলেন

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে ১০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নিয়ে বিভাগটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল হাজার ১১৫ জনে

ঝিনাইদহ: কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কমলা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে গতকাল রাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কমলা বেগম উপজেলার বড় সিমলা গ্রামের রুবেল হোসেনের স্ত্রী পাঁচদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা

নিহতের ননদ হাজেরা বেগম জানান, তার ভাবী (কমলা বেগম) পাঁচদিন ধরে জ্বরে ভুগছিলেন একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে পড়লে রোববার রাতে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়

খবরের সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুসাইন সাফায়াত জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কমলা বেগম খুব শোচনীয় অবস্থায় হাসপাতালে ভর্তি হন এরপর তাকে জেলা সদরে রেফার্ড করা হলেও স্বজনরা তাকে নিয়ে যাননি এখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন