উভয় এক্সচেঞ্জে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক

দেশের উভয় পুঁজিবাজারে গতকাল সূচকে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫০ পয়েন্ট কমে ৯ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণও কমেছে। এক্সচেঞ্জটিতে গতকাল মোট ৩০১ কোটি ৯৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি ২২ লাখ টাকা কম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩১ পয়েন্টে। অন্যদিকে ব্লু চিপ সূচক ডিএস৩০ ৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৭৩৯ পয়েন্টে।

গতকাল ডিএসইতে বেশির ভাগ শেয়ারেরই দর কমেছে। এদিন এক্সচেঞ্জটিতে মোট ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২৫১টির ও অপরিবর্তিত ছিল ২৯টি শেয়ারের দর।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৫০টির ও অপরিবর্তিত ছিল ৩১টি শেয়ারের দর। গতকাল এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএসসিএক্স পয়েন্ট হারিয়েছে দশমিক ৫৬ শতাংশ। ব্লু চিপ সূচক সিএসই ৩০ দশমিক ১৭ শতাংশ বা ২১ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছিল। সিএসইতে গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৮১ লাখ টাকা।

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন: ডিএসইতে গতকাল ব্লক মার্কেটে ১১টি কোম্পানির মোট ৭ কোটি ৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইবনে সিনা লিমিটেডের শেয়ার। গতকাল কোম্পানিটির মোট ২ কোটি ১৭  লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

এরপর বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেডের। গতকাল ব্যাংকটির ২ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এর পরই অবস্থান এপেক্স ফুটওয়্যার লিমিটেডের। গতকাল কোম্পানিটির ১ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

গতকাল ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য সিকিউরিটিজগুলো হলো সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড (৫ লাখ ৭২ হাজার টাকা), ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (৭ লাখ ১৪ হাজার), কেডিএস অ্যাকসেসরিজ (৫ লাখ ১৪ হাজার), নাভানা সিএনজি (৫ লাখ ৪ হাজার), স্যালভো কেমিক্যাল (১২ লাখ ৩৩ হাজার), সি পার্ল বিচ রিসোর্টস (৫ লাখ ৩২ হাজার) ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড (৩৫ লাখ ৪৭ হাজার টাকা)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন