প্রাইম ইন্স্যুরেন্সের করপোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অন্যতম করপোরেট পরিচালক রামিশা বিডি লিমিটেড তাদের হাতে থাকা কোম্পানিটির ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৮৮ পয়সা।

২০১৭ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ইন্স্যুরেন্স। তার আগে ২০১৬ হিসাব বছরের জন্য ১৩ শতাংশ ও ২০১৫ হিসাব বছরের জন্য ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ইন্স্যুরেন্স।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮ কোটি ১৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮। এর মধ্যে ৫৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন