ব্যয় সাশ্রয়ে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি

বণিক বার্তা ডেস্ক

ব্যয় সাশ্রয় পদক্ষেপের অংশ হিসেবে বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে এইচএসবিসি। সোমবার ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কয়েক সপ্তাহ আগে আর্থিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগ ঘোষণা এবং চার হাজার কর্মী ছাঁটাইয়ের মধ্যেই খবরটি এল। খবর এএফপি ও ব্লুমবার্গ।

সুদহারে পতন, ব্রেক্সিট ও দীর্ঘমেয়াদি বাণিজ্যযুদ্ধের ধাক্কা সামলে উঠতে নতুন সিইও নোয়েল কুইনের ব্যয়সাশ্রয়ী নীতির অংশ হিসেবে উঁচু বেতনের কর্মীদের একটি অংশকে ছাঁটাই করা হচ্ছে বলে জানায় এফটি। দুটি সূত্রের বরাতে এফটি বলছে, এ পরিকল্পনা বাস্তবায়নের ফলে ২ লাখ ৩৮ হাজার শ্রমশক্তির প্রতিষ্ঠানটির কর্মী উল্লেখযোগ্য পরিমাণে কমবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এফটিকে জানায়, আমরা কয়েক বছর ধরেই ভেবেছি, আমাদের ব্যয়সাশ্রয়ী হতে হবে, যার বড় উপাদান হচ্ছে মানুষ। আমরা এখন সেখানেই হাত দিচ্ছি। এখন ব্যবসায় কিছু কঠিন মডেলিং চলছে। আমরা ভাবছি কেন ইউরোপে এত কর্মী রাখছি, যেখানে এশিয়ার বিভিন্ন অংশ থেকে দুই অংকের প্রবৃদ্ধি পাচ্ছি।

বাজারমূল্যে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটি গত মাসে তাদের সাবেক সিইও জন ফ্লিন্টের পদত্যাগের তথ্য জানায়। মাত্র ১৮ মাস দায়িত্ব পালন শেষে কেন তিনি পদত্যাগ করলেন, সে বিষয়ে কেউই মুখ খোলেননি।

একই সময় ব্যাংকটি আরো জানায়, বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় বৈশ্বিকভাবেই ২ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রায় চার হাজার কর্মীর বেশির ভাগই ব্যবস্থাপক পর্যায়ের।

গত মাসে ব্যাংকটি জানায়, চলতি বছরের প্রথমার্ধে তাদের নিট মুনাফা ১৮ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৮৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বৈশ্বিক শ্লথগতির জেরে বিশ্বের অন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর পথ অনুসরণ করেই কর্মী ছাঁটাই করছে এইচএসবিসি।

জেপি মরগান চেজ ও ওয়েলস ফারগোসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংকগুলো তাদের ২০১৯ সালের মুনাফার পূর্বাভাস কমিয়েছে। গত মাসে জার্মানির কমার্জব্যাংক ৪ হাজার ৩০০ পূর্ণকালীন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। পুনর্গঠনমূলক কর্মসূচির আওতায় এক-দশমাংশ কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি ২০০ শাখা বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠানটি। ডয়েচে ব্যাংক ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানায়। অন্যদিকে ফ্রান্সের সোসিয়েট জেনারেল ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন