মারুতির বিএস-সিক্স মডেলের গাড়ি বিক্রি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

গাড়ি খাতে মন্দা চললেও বিএস-সিক্স মডেলের গাড়ি বিক্রিতে নতুন মাইলফলক অতিক্রম করল মারুতি সুজুকি ইন্ডিয়া। গত ছয় মাসে বিএস-সিক্স মডেলের দুই লাখের বেশি গাড়ি বিক্রি করেছে তারা। চলতি বছরের এপ্রিলে ব্যালোনোর নতুন সংস্করণ উন্মোচনের মাধ্যমে নিজেদের প্রথম বিএস-সিক্স গাড়ি আনে মারুতি। একই মাসে আনে বিএস-সিক্স মডেলের অল্টো ৮০০খবর লাইভমিন্ট।

আনুষ্ঠানিকভাবে ভারতে বিএস-ফোর থেকে বিএস-সিক্স মডেলের গাড়ি চালানো বাধ্যতামূলক হওয়ার এক বছর আগে থেকেই উন্নত মডেলের গাড়ি বিক্রি শুরু করে মারুতি। বর্তমানে কোম্পানিটির আটটি বিএস-সিক্স মডেলের পেট্রলচালিত গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াগনআর, সুইফট, ডিজায়ার, এর্টিগা, এক্সএল৬ ও এস-প্রেসো।

মারুতি সুজুকি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কেনিচি আয়ুকাওয়া বলেন, আমাদের বিএস-সিক্স মডেলের গাড়ি যারা কিনেছেন তাদের ধন্যবাদ। বিপুলসংখ্যক ক্রেতা নতুন প্রযুক্তির গাড়ি কিনতে শুরু করলে তবেই সাফল্য আসে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন