বুয়েটের হলে ছাত্রের মরদেহ, পিটিয়ে হত্যার অভিযোগ

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই বাংলা হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আবরার ফাহাদ (২১) নামে ওই শিক্ষার্থী তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

গতকাল রোববার গভীর রাতে শের-ই বাংলা হলের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবরারের সহপাঠীরা বলছেন, গতকাল রাতেও তার রুমেই ছিলেন আবরার। পরে রাতের কোন একসময় তাকে বাইরে ডেকে নিয়ে কে বা কারা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে তাদের ধারণা।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, আবরারের পায়ে ও ঊরুতে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

হল প্রভোস্ট মো. জাফর ইকবাল খান বলেন, রাত পৌনে ৩টার দিকে খবর পাই এক শিক্ষার্থী হলের সামনে পড়ে আছে। কেন সে বাইরে গিয়েছিল, কী হয়েছিল, তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে বুয়েটের চিকিৎসক দিয়ে তাকে পরীক্ষা করানো হয়। ওই চিকিৎসক জানান সে বেঁচে নেই। পরে পুলিশকে খবর দিই। পুলিশ এসে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন