হবিগঞ্জে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

বণিক বার্তা প্রতিনিধি হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় সোহাগ মিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পশ্চিম দিকে আউটার সিগন্যালের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুই শিশু আহত হয়। হতাহতরা শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুলের ছাত্র।

নিহত সোহাগ মিয়া উপজেলার নছরতপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। আহতরা হলেন শরিফাবাদ গ্রামের ছায়েম মিয়া (৭) ও ছামি আহমেদ (৬)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, উপজেলার নছরতপুর থেকে তিন স্কুলছাত্রকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুলে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামক স্থানে পুলিশের টহল দেখে চালক অটোরিকশা আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পার হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সিলেটগামী একটি লোকাল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা সোহাগ নিহত হয়। আহত ছায়েম ও ছামিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিলে তারা সরে যান। এতে পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন