দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

আবার ফেরিতে যানবাহন পারাপার শুরু

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

একদিন বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে আবার যানবাহন পারাপার শুরু হয়েছে। পদ্মায় স্রোতের তীব্রতা হ্রাস পাওয়ায় গতকাল থেকে এ রুটে চলাচলকারী ১০টি ফেরিতে করে যানবাহন পার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এ পরিস্থিতিতে শনিবার দুপুরে এ রুটে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ করে দেয়া হয়। তবে তিনটি ফেরিতে যাত্রী পারাপার অব্যাহত ছিল। গতকাল স্রোত কমে আসায় আবার যানবাহন পারাপার শুরু হয়েছে। এতে যানজট কমে ঘাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এ রুটের ১৬টি ফেরির মধ্যে গতকাল ১০টি সচল ছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ঘাটের পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। স্রোতের তীব্রতা আরো কমে এলে রুটের সব ফেরি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন