হিলি রেলস্টেশন সচলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

বণিক বার্তা প্রতিনিধি হিলি

দিনাজপুরের হাকিমপুরের হিলি রেলওয়ে স্টেশন সচল এবং আন্তঃনগর ট্রেনের বিরতি দেয়ার দাবিতে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। গতকাল দুপুরে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন ও হিলির আজিজিয়া মাদ্রাসার মুহতামিম শামছুল হুদা খানের নেতৃত্বে ৩ হাজার ৩৮৯ জন ব্যক্তির স্বাক্ষরিত এ স্মারকলিপি হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাফিউল আলমের কাছে হস্তান্তর করা হয়।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে নির্মিত হিলি রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। হিলিতে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। সে কারণে অনেক ব্যবসায়ী ও পর্যটক এ রেলপথ ব্যবহার করেন। সরকার এখান থেকে প্রতি বছর বিপুল রাজস্ব পেয়ে থাকে। এসব কথা বিবেচনা করে পৌরসভার পক্ষ থেকে রেলস্টেশনটির আধুনিকায়নসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় সংসদ সদস্যের ডিওসহ রেলমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল। কিন্তু জনবল সংকটের অজুহাতে গত বছরের ৭ জানুয়ারি হিলি রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে এখানে স্টপেজে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেনসহ তিনটি চালকের ইচ্ছা অনুযায়ী থামানো হয়। এছাড়া কোনো টিকিটও বিক্রি হয় না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন