বর্ণবাদী আক্রমণের শিকার হামজা

শনিবার লিভারপুল-লেস্টার সিটি ম্যাচে বিশ্বখ্যাত স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে কড়া ট্যাকেল করেন হামজা চৌধুরী। এ ফাউলের কারণে লেস্টার মিডফিল্ডার হামজার বিরুদ্ধে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের পর বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভূত হামজা। টুইটার, ফেসবুকে খুবই অরুচিকর, আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে এ লেস্টার তারকার প্রতি।

সামাজিক মাধ্যমে হামজার বিরুদ্ধে সবচেয়ে ভদ্রজনোচিত সম্বোধন বোধকরি, নোংরা এশীয় (ডার্টি এশিয়ান) ইনস্টাগ্রামেও হামজাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য চলছে সমানতালেই। তার ইনস্টাগ্রাম পাতায় একজন মন্তব্য করেছে, এ পশুর ছেলে কীভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। আর একজন লিখেছে, কুিসত বানর তোকে খাঁচায় ভরে রাখা উচিত। প্রিমিয়ার লিগে এমন বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে পল পগবা, মার্কাস রাশফোর্ডরাও বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন।

হামজার বিপক্ষে এ ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট করেছে লেস্টার ক্লাব কর্তৃপক্ষ। তাদের মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের মন্তব্যে আমরা ভীষণভাবে আহত। এজন্য আমরা ক্লাবের পক্ষ থেকে পুলিশের কাছে রিপোর্ট করেছি। একই সঙ্গে রিপোর্ট করেছি সোস্যাল মিডিয়া কর্তৃপক্ষের কাছেও।

হামজার ট্যাকলকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লোপ। মেইল অনলাইন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন