দুই মাস পর দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ ফারুক আবদুল্লাহর

বণিক বার্তা ডেস্ক

আটকের দুই মাস পর দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুমোদন পেলেন জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স (এনসি) দলের প্রধান ওমর আবদুল্লাহ এবং দলের প্রেসিডেন্ট ও তার পিতা ফারুক আবদুল্লাহ। খবর এনডিটিভি।

ওমর ও ফারুক আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে জ্যেষ্ঠ এনসি নেতা আকবর লং ও হাসনাইন মাসুদি জানান, সাক্ষাতে কেবল তাদের কুশল জানতে চাওয়া হয়েছে, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।

এদিকে পুরো নেতৃত্বই জেলে থাকায় দল জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তরের ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন আকবর লং ও হাসনাইন মাসুদি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণা আগের রাতেই অঞ্চলটির সিংহভাগ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করা হয়, যার মধ্যে ওমর ও ফারুক আবদুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও রয়েছেন। এতদিন তাদের সঙ্গে দলীয় কোনো নেতাকর্মীকেই সাক্ষাৎ করতে দেয়া হয়নি।

ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচন ঘোষণার পর জম্মু ও কাশ্মীরের কড়াকড়ি কিছুটা শিথিল করেছে ভারত সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন