যা থাকছে রেডমি ৮ স্মার্টফোনে

বণিক বার্তা ডেস্ক

ভারতের বাজারে আসছে শাওমির স্মার্টফোন রেডমি ৮। প্রতিষ্ঠানটির ভারতীয় প্রধান মানু কুমার জেইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্মার্টফোনটিতে কী কী সুবিধা থাকবে, তা বিস্তারিত জানানো হয়নি। শুধু রেডমি ৮-এর একটি টিজার প্রকাশ করেছে শাওমি। এ থেকে জানা গেছে, রেডমি ৮ স্মার্টফোনে থাকছে ৪ হাজার এমএএইচ ব্যাটারি। ব্যবহারকারীরা সর্বাধুনিক এজ ডিটেকশন অ্যান্ড স্কিন টোন ম্যাপিং সুবিধা পাবেন। থাকছে ডুয়াল ক্যামেরা। ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে প্যানেলের পাশাপাশি ফোনটির পেছন অংশে থাকছে বিশেষ মিরর ডিজাইনের প্রতিফলন। সর্বাধুনিক এ স্মার্টফোনে চীনা প্রতিষ্ঠানটি সনির বিশেষ সেন্সর ব্যবহার করেছে। শাওমির রেডমি ৮ স্মার্টফোনের বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছু সময়। ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে আসছে স্মার্টফোনটি।        সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন