যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানিতে মন্দা

বণিক বার্তা ডেস্ক

চলতি ২০১৯-২০ বিপণন মৌসুমে যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানিতে মন্দা ভাব পরিলক্ষিত হচ্ছে। এ পর্যন্ত যা রফতানি হয়েছে, তা গত পাঁচ বছরের তুলনায় ৩৭ শতাংশ কম। এ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে ভুট্টার দামে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। খবর এসএন্ডপি গ্লোবাল প্ল্যাটস।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যানুযায়ী, ২০১৯-২০ বিপণন বছর শুরু হয়েছে ১ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর সমাপ্ত সপ্তাহে ৫ লাখ ৬২ হাজার ৬১৬ টন ভুট্টা রফতানি হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ১৩ শতাংশ বেশি এবং সাপ্তাহিক বিক্রির পূর্বাভাসের (৪ থেকে ৬ লাখ টন) মধ্যেই রয়েছে।

তবে এ পর্যন্ত মোট বিক্রয় প্রতিশ্রুতির (ক্রমযোজিত রফতানি ও আউটস্ট্যান্ডিং সেল) পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ লাখ ১১ হাজার টনে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৫১ শতাংশ কম এবং গত পাঁচ বছরের গড় রফতানির ৩৭ শতাংশ কম। যেখানে চলতি বিপণন মৌসুমে মোট ৫ কোটি ২০ লাখ ৭৩ হাজার টন রফতানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন