ভারতের কয়লা আমদানি কমেছে

বণিক বার্তা ডেস্ক

ভারতের কয়লা আমদানি কমেছে। চলতি বছরের জুলাইয়ে দেশটিতে কয়লা আমদানি হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ কম। কলকাতাভিত্তিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান এম জাংশন সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।

তথ্য অনুযায়ী, জুলাইয়ে ভারতে ১ কোটি ২৬ লাখ ৬০ হাজার টন নন-কোকিং কোল এবং ৪১ লাখ ৭০ হাজার টন কোকিং কোল আমদানি করা হয়েছে।

এম জাংশনের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী বিনয় ভার্মা জানান, এ সময়ে বিদ্যুৎ উৎপাদনে কয়লার চাহিদা কমে যাওয়ায় আমদানি কমেছে। সে কারণে এ মাসে ভারতে তাপ কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন কমেছে ৭ দশমিক ২ শতাংশ। এছাড়া আগস্টেও দেশটির কয়লা আমদানি কমেছে। তবে সামনের দিনগুলোতে কয়লা আমদানি বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন