সেপ্টেম্বরে ২৭ শতাংশ কম পর্যটক এসেছে শ্রীলংকায়

শ্রীলংকায় চলতি বছরের সেপ্টেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় বিদেশী পর্যটকদের আগমন ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৫৭৫ জনে। ইস্টার সানডে বোমা হামলার পর মে মাসে পর্যটক আগমন কমেছিল ৭০ শতাংশ। সে অবস্থা থেকে ক্রমেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলংকার পর্যটন খাত। বিদেশী পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে ভারতীয়রা। সেপ্টেম্বরে ভারতীয় পর্যটকদের আসা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯১৭ জনে। অন্যদিকে চীনা পর্যটকদের আগমন ৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০০ জনে। ব্রিটিশ পর্যটকদের আগমন ৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩২২ জনে, অস্ট্রেলীয়দের আগমন ২১ শতাংশ কমে ৬ হাজার ৮৯৫ জনে ও জার্মানদের আগমন ৩৩ শতাংশ কমে ৬ হাজার ৩৯৬ জনে। অবশ্য মৌসুমি বৃষ্টিপাতের কারণে সাধারণত সেপ্টেম্বরে শ্রীলংকায় বিদেশী পর্যটক কমে যায়।           সূত্র: ইকোনমি নেক্সট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন