রংপুর-৩ উপনির্বাচনে সাদ এরশাদ বিজয়ী

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

জাতীয় সংসদের রংপুর- আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ বিজয়ী হয়েছেন। গতকাল ভোটগণনা শেষে তাকে আসনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

জানা গেছে, ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। সময় জানানো হয়, নির্বাচনে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর- আসনে বিজয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। রংপুর সদর উপজেলা সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত আসনে মোট ভোটার লাখ ৪২ হাজার ৭২ জন। আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৫টি। আসনে উপনির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন