ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বণিক বার্তা ডেস্ক

 বরিশাল, দিনাজপুর, ভৈরব, পঞ্চগড়, যশোর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন গতকাল শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

বরিশাল: গতকাল সকাল সাড়ে ৯টায় নগরীর কাশিপুর বাজারসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন নিহতরা হলেন কাশিপুর এলাকার বাসিন্দা হাসেম (৪০) এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)

এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, দ্রুতগতির একটি প্রাইভেট কার একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এতে দুজন আহত হন আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন

দিনাজপুর: দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন গত শুক্রবার রাত দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন জেলার বিরল উপজেলার হাসিলা সন্ন্যাসী গুচ্ছগ্রামের গয়াচন্দ্র রায়ের ছেলে সঞ্জীব (১৮) হরিদাসচন্দ্র রায়ের ছেলে মিন্টু (২০)

বিরল থানার ওসি গোলাম রসুল জানান, গত শুক্রবার রাত দেড়টার দিকে একটি পূজামণ্ডপ দেখে মোটরসাইকেলে করে তিনজন বাড়ি ফিরছিলেন পথে বিরলের চিনকালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায় এতে সবাই আহত হন

স্থানীয়রা তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সঞ্জীব মিন্টুকে মৃত ঘোষণা করেন

ভৈরব: ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়েছেন গত শুক্রবার সন্ধ্যায় মহাসড়কের বেলাব থানার পুঁটিমারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে

নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাটের বীরলতা গ্রামের আবু মিয়ার ছেলে পিকআপ ভ্যানচালক জমশেদ আলী (৩২) পিকআপ ভ্যানের যাত্রী একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫)

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, পিকআপ ভ্যানটি যাত্রী নিয়ে চুনারুঘাট থেকে ঢাকা যাচ্ছিল দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হন তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়

পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রিশা আক্তার নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তেঁতুলিয়া উপজেলার সাতমেরা এলাকায় বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা ঘটে রিশা স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ হেল

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন