ক্যাম্পে থাকছেন ভেট্টোরি প্রথম টেস্টে ম্যাকেঞ্জি

ক্রীড়া প্রতিবেদক

 থিলান সামারাবিরার বিদায়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ নিয়োগ দেয় নিল ম্যাকেঞ্জিকে শুরু থেকেই ম্যাকেঞ্জির কাজে সন্তুষ্ট ছিল বোর্ড সে বিবেচনায় এবার টেস্টেও কোচ হিসেবে দীর্ঘমেয়াদে বিবেচনা করা হচ্ছে ম্যাকেঞ্জিকে প্রস্তাবও দেয়া হয়েছে তাকে যদিও এখনো পূর্ণকালীন দায়িত্ব পালনের প্রস্তাবে সাড়া দেননি তিনি তবে অন্তত এটুকু নিশ্চিত যে, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকান গতকাল এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান পাশাপাশি ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিও ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন আকরাম খান

ম্যাকেঞ্জির দায়িত্ব পালন নিয়ে সাবেক অধিনায়ক আকরাম বলেন, ম্যাকেঞ্জি সিরিজের আগেই আসবেন আমরা যা আলাপ করেছি, তা হলো একই কোচ যদি সাদা লাল বলের জন্য থাকে, তবে সেটা দলের জন্য ভালো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তিনি আপাতত প্রথম টেস্টে থাকবেন, তবে দ্বিতীয় টেস্টে বলা যাচ্ছে না তার সঙ্গে চুক্তি শুধু টি২০ ওয়ানডেতে টেস্টে তার সঙ্গে আমাদের চুক্তি নেই তবে আমরা চেষ্টা করছি এখনো ফাইনাল হয়নি

মূলত ব্যক্তিগত কারণেই টেস্ট ফরম্যাটে দায়িত্ব নেয়ার ব্যাপারে অনীহা ম্যাকেঞ্জির পরিবারকে সময় দিতে চাওয়ার কারণে নিতে চান না টেস্ট দলের দায়িত্ব তারপরও বিসিবি আলাপ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আকরাম এর আগে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলে বড় ধরনের রদবদল এলেও, টিকে যান ম্যাকেঞ্জি তখন থেকেই তার প্রতি খেলোয়াড়দের আস্থার কথা শোনা যাচ্ছিল এদিকে কাজে সন্তুষ্ট থাকায় তার সঙ্গে চুক্তির মেয়াদও বৃদ্ধি করে বিসিবি এখন সাদা বলের জন্যও চাওয়া হচ্ছে তাকে

কোচিং প্যানেলের রদবদলে বাদ পড়েছিলেন স্পিন বোলিং কোচ সুনীল যোশিও এরপর থেকেই স্পিন বোলিং কোচের সন্ধানে ছিল বিসিবি পরে পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে ঘোষণা করা হয় ১০০ দিনের জন্য স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি সাবেক কিউই অধিনায়ক ভেট্টোরি তখনই বলা হয়েছিল, নভেম্বরে ভারত সফরের আগে কাজে যোগ দেবেন ভেট্টোরি সে ধারাবাহিকতায় এবার প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই থাকছেন ভেট্টোরি অর্থাৎ ২৫ অক্টোবর ক্যাম্প শুরুর আগেই ঢাকা আসছেন তিনি তার আসার ব্যাপারে আকরাম বলেন, ভেট্টোরি ২৫ তারিখের আগেই আসছেন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন