কাতার ম্যাচের আগে রক্ষণ ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

 কাতারের বিপক্ষে বিশ্বকাপ এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাংলাদেশের মূল পরিকল্পনা রক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিভাগ নিয়েই যত সমস্যা

কার্ডজনিত কারণে সাসপেনশনের খড়্গে পড়েন ফুলব্যাক বিশ্বনাথ ঘোষ ইনজুরি নিয়ে ধুঁকছেন সেন্টারব্যাক টুটুল হোসেন বাদশা ফুলব্যাক সুশান্ত ত্রিপুরা ১০ অক্টোবর ঢাকায় হবে ওই ম্যাচ তার আগে মঙ্গলবার ঘোষিত হবে স্কোয়াড গতকাল অনুশীলনে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলের কথাই বললেন প্রধান কোচ জেমি ডে, বাস্তবতা মেনেই আমাদের রক্ষণাত্মক কৌশল নিতে হবে রক্ষণ সামলে সুযোগ পেলে আক্রমণে যাবে দল কাতার ম্যাচের আগে দুটি প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে - গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় - গোলে

দুটি সহজ জয়ের পরও স্বস্তিতে নেই বাংলাদেশ প্রথম ম্যাচে নাবিব নেওয়াজ জীবন জোড়া গোল করেন পরের ম্যাচের দুই গোল করেন সেন্টারব্যাক ইয়াসিন খান বৃষ্টিপরবর্তী কর্দমাক্ত মাঠে খেলা প্রথম ম্যাচে ভুটান দাঁড়াতেই পারেনি কারণে ম্যাচে বাংলাদেশের কৃতিত্ব বোঝা কঠিন ছিল পরের ম্যাচে স্বাভাবিক মাঠে ভুটান ফরোয়ার্ডরা বারবার হানা দিচ্ছিল বাংলাদেশ রক্ষণে কাতার ম্যাচের আগে তাই রক্ষণ নিয়ে ভাবতে হচ্ছে দলের অভিজ্ঞ ফুটবলার মামুনুল ইসলামের কথায়, সবাই মিলে রক্ষণ সামলে সুযোগ পেলে আমাদের আক্রমণে যেতে হবে ম্যাচে আমরা খুব বেশি আক্রমণে ওঠার সুযোগ পাব না তাই প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর দিকে মনোযোগ দিতে হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন