দুর্গা পূজা উপলক্ষে ৭ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বণিক বার্তা প্রতিনিধি হিলি

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে টানা সাতদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পূজার সরকারি ছুটির দিন ব্যতীত বন্দর ও কাস্টমসের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দুর্গা পূজা উপলক্ষে আজ (৫ অক্টোবর) থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা সাতদিন পণ্য আমদানি-রফতানি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রফতানিকারকরা। এতে সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ১২ অক্টোবর থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে বাণিজ্য শুরু হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন