ধর্মঘট প্রত্যাহার, খুলনা থেকে চার রুটে বাস চলাচল শুরু

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 বাস মালিককে মারধরের প্রতিবাদ অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে ধর্মঘট প্রত্যাহারের পর গতকাল সকালে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-টেকেরহাট-মাদারীপুর খুলনা-মুকসুদপুর চার রুটে বাস চলাচল ফের শুরু হয়

বিষয়টি নিশ্চিত করে রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি আঁখি মেম্বার জানান, বাস মালিককে মারধরের ঘটনায় খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব উদ্যোগ নিয়ে অক্টোবর সকাল ১০টায় শ্রমিক ইউনিয়ন অফিসে বৈঠক আহ্বান করেছেন সেখানে গোপালগঞ্জ খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন ওই বৈঠকে বিষয়ে আলোচনা হবে বৈঠকের আশ্বাসে বাস মালিকরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন এর ফলে গতকাল সকাল থেকে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-টেকেরহাট-মাদারীপুর খুলনা-মুকসুদপুর চার রুটে বাস চলাচল ফের শুরু হয় তবে ওই বৈঠকে সমাধান না হলে ১০ অক্টোবর থেকে আবার আন্দোলন শুরু করবেন বাস মালিকরা

এর আগে বাস মালিককে মারধরের প্রতিবাদ অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে খুলনা থেকে চার রুটে বাস চলাচল বন্ধ করে দেয় রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি সমিতির আহ্বানে গত শুক্রবার সকাল থেকে কর্মসূচি পালিত হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন