রাঙ্গামাটিতে ‘রেক্টিফায়েড স্পিরিট’ পানে একজনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি রাঙ্গামাটি

 রাঙ্গামাটির লংগদুতে রেক্টিফায়েড স্পিরিট পান করে জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে গত শুক্রবার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় লংগদু থেকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা এছাড়া একই কারণে অসুস্থ হয়ে পড়ায় আব্দুর রাজ্জাক নামে আরেক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে

নিহত জাকির হোসেন লংগদু উপজেলার ভাইট্টাপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে

স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় লংগদু উপজেলার সদরের ভাইট্টাপাড়া এলাকার জাকির হোসেন, আব্দুর রাজ্জাক ইসলাম উদ্দীন নামের তিন ব্যক্তি মিলে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ সংগ্রহ করে তা পান করেন পরে তারা এক ফার্নিচার মিস্ত্রির ব্যাগে রাখা তিন বোতল রেক্টিফায়েড স্পিরিটের মধ্যে দুটি বোতল চুরি করে তারা এসব বোতলের রেক্টিফায়েড স্পিরিট এনার্জি ড্রিংকসের সঙ্গে মিশিয়ে পান করে এতে পরে জাকির রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে স্বজনরা জানতে পেরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেয়ার পথে জাকিরের মৃত্যু হয় আর রাজ্জাককে খাগড়াছড়িতে নেয়ার পর চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন

খবরের সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, লংগদুতে স্পিরিট পান করে দুজন অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের একজন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি

রেক্টিফায়েড স্পিরিট পান করা আরেকজন ইসলাম উদ্দীন সুস্থ আছেন বলে দাবি করেছেন তার বোন তারাবানু বেগম তবে বিষয়ে জানতে বাড়িতে খোঁজ নিয়েও ইসলাম উদ্দীনের সন্ধান পাওয়া যায়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন