ছুটির দিনে আলোচনা চালিয়ে যেতে যুক্তরাজ্যের প্রস্তাব প্রত্যাখ্যান ইইউর

বণিক বার্তা ডেস্ক

 যুক্তরাজ্য সরকার কর্তৃক রোববার একটি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউরোপীয় কমিশন বলছে, ইইউ সম্মেলনের দুই সপ্তাহ আগে ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা নেই খবর গার্ডিয়ান

ইইউ সূত্রগুলো বলছে, আয়ারল্যান্ডে কাস্টমস বর্ডার বহাল রাখতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোচনার কোনো ভিত্তি থাকছে না

শুক্রবার ব্রাসেলসে ইইউ কর্তাব্যক্তিদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে জনসনের প্রধান সমঝোতাকারী ডেভিড ফ্রস্টের নেতৃত্বে একদল ব্রিটিশ কর্মকর্তা ব্যাপকভাবে সমালোচিত জনসনের প্রস্তাবিত চুক্তি উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফ্রস্ট ইইউর প্রধান সমঝোতাকারী মিশেল বাহনিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কূটনীতিকদের জানান, ব্রিটিশদেরকে তাদের অবস্থান ব্যাপকভাবে পরিবর্তন করতে হবে

শুক্রবারের বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, আজকের মতো যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা শেষ হয়েছে যুক্তরাজ্যের প্রস্তাবনায় আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এবং তাদের প্রস্তাবনার আইনি দিক নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছি

অন্য এক ইইউ কর্মকর্তা বলেন, প্রক্রিয়া বহাল রাখতে যুক্তরাজ্য প্রায়ই বৈঠকের সুযোগ প্রার্থনা করে আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টায় কোনো ঘাটতি রাখছি না তবে রোববার কোনো কিছুই হচ্ছে না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন