ইউরোজোনের অর্থনীতি নিয়ে শঙ্কা বাড়ছে

বণিক বার্তা ডেস্ক

ইউরোজোনের শিল্প খাতের আস্থা চার বছরের নিম্নে নেমে আসায় অঞ্চলটির প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা আরো জোরদার হয়েছে। বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা ও ব্রেক্সিট ঘিরে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠায় জোনটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খবর বিজনেস টাইমস।

উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলের শিল্প ব্যবস্থাপকরা গ্রাহকদের চাহিদা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এরই মধ্যে শিল্প উদ্যোক্তারা কর্মী নিয়োগসংশ্লিষ্ট পূর্বাভাস সংশোধন করে আরো কমিয়েছেন। এ অঞ্চলের পরিস্থিতি যে মাত্রায় খারাপ হয়ে উঠতে পারে বলে অর্থনীতিবিদরা পূর্বাভাস করেছিলেন, বর্তমান পরিস্থিতি তার চেয়ে আরো বেশি সংকটময় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ইউরোজোনের অর্থনীতি বর্তমানে ২০১৫ সালের পর সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। এদিকে গত তিন মাসে ইউরোর মান ৪ শতাংশ কমেছে। সামান্য পরিবর্তিত হয়ে বর্তমানে ইউরোর মান ১ দশমিক ০৯২৫-এ থিতু হয়েছে।

অন্যদিকে চলমান চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ ও ব্রেক্সিট নিয়ে সৃষ্ট অচলাবস্থা থেকে উদ্ভূত অনিশ্চয়তা পুরো ইউরোজোনের ম্যানুফ্যাকচারিং পরিস্থিতিকে শোচনীয় করে তুলেছে। বিশেষত জার্মানির ম্যানুফ্যাকচারিং খাতের অবস্থা সবচেয়ে খারাপ।

এদিকে ইউরোপীয় কমিশনের মাসিক প্রতিবেদন বলছে, ইউরোজোনের সব খাতেরই শিল্প উদ্যোক্তারালক্ষণীয়ভাবে হতাশ হয়ে পড়েছেন। শিল্প উদ্যোক্তাদের এ মনোভাব উৎপাদন প্রত্যাশা, ক্রয়াদেশ ও তৈরি পণ্যের মজুদকে ক্ষতিগ্রস্ত করছে।

ইউরোপের ম্যানুফ্যাকচারিং খাতের অবস্থা সবচেয়ে শোচনীয় হলেও এখানকার সেবা খাতের অবস্থা বেশ স্থিতিশীল। সেপ্টেম্বরে এ খাতে কিছুটা চাঙ্গা ভাবও দেখা গেছে। তবে পরিস্থিতি বিবেচনায় এখন সেবা খাতের অবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও তা ২০১৫ সালের পর থেকে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।

বেশকিছু সময় ধরে ইউরোজোনের অবস্থা খারাপ চলছে। কয়েক সপ্তাহ ধরে অঞ্চলটিতে অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে ব্রেক্সিটের কারণে এ অঞ্চলে অনিশ্চয়তা ক্রমে বাড়ছে। চুক্তিহীন ব্রেক্সিট স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সবচেয়ে বড় হুমকি বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

অঞ্চলটির অর্থনীতিকে চাঙ্গা করতে এরই মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বারবার সতর্ক করে দিয়ে বলছে, সংরক্ষণবাদ বৈশ্বিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করছে।

এদিকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট চলতি সপ্তাহে ইউরো-জোন নিয়ে নিজেদের পূর্বাভাস সংশোধন করেছে। সংশোধিত পূর্বাভাসে সংস্থাটি বলছে, চলতি বছর অঞ্চলটিতে প্রবৃদ্ধি ২ দশমিক ৯ শতাংশ হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন