অক্টোবরে ১৫ দিন উৎপাদন বন্ধ রাখবে অশোক লেল্যান্ড

সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা অশোক লেল্যান্ডের। ভারতে উৎসবের মৌসুম শুরু হলেও বিক্রি প্রত্যাশিত হারে বাড়েনি। এ কারণে সেপ্টেম্বরের পর অক্টোবরেও কারখানায় উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অশোক লেল্যান্ড। চলতি মাসে নিজেদের বিভিন্ন উৎপাদন কেন্দ্রে ১৫ দিন পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষ। চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এ সিদ্ধান্ত। হিন্দুজা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে, বিক্রির সঙ্গে উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে ভারতের বিভিন্ন স্থানে নিজেদের উৎপাদন প্লান্টগুলোয় ২ থেকে ১৫ দিন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের একই সময় ভারতের বাজারে অশোক লেল্যান্ডের বাণিজ্যিক গাড়ি বিক্রি কমেছে ৭০ শতাংশ। অন্যান্য গাড়ি কোম্পানিগুলোর অবস্থাও একই। বিক্রির মন্দার কারণে গত ১০ বছরের মধ্যে প্রথমবার গত মাসে দুইদিনের জন্য উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়া।       সূত্র: লাইভমিন্ট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন