ফরিদপুরে পাঁচ উপজেলার ৩০ গ্রাম প্লাবিত, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল

বণিক বার্তা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের পদ্মা, কুমার, আড়িয়াল খা ও মধুমতিসহ বিভিন্ন নদ-নদীতে গত কয়েকদিনে পানি বৃদ্ধি পেয়ে সদর, মধুখালী, আলফাডাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত ও ভাঙন কবলিত হয়ে পড়েছে। 

সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাড. সরদার আওয়াল হাসান জানান, চরমাধবদিয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে দুই মাস আগেই পানি প্রবেশ করে। ২০-২৫ দিন আগে পানি কমতে শুরু করলেও গত ৫-৬ দিন ধরে ফের পানি বাড়তে শুরু করেছে। এতে নতুন করে বন্যাকবলিত হয়ে পড়েছে গ্রামগুলো। তিনি জানান, পানির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। 

আলফাডাঙ্গার বাসিন্দা লিটন সিকদার জানান, মধুমতি নদীতে পানি বেড়ে অন্তত পাঁচটি গ্রামে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে সহায়-সম্পদ হারাচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে কয়েকশ একর জমি চলে গেছে নদীগর্ভে।

ফরিদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এরই মধ্যে ওই তিন উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলার ৩৪৮ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, মাসকলাই ১৮১ হেক্টর, বোনা আমন ৭৫ হেক্টর, রোপা আমন ৪৫ হেক্টর এবং ৪৭ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন