খুলনায় টিসিবির পণ্যে আগ্রহ বেড়েছে ক্রেতাদের

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের দাম খোলাবাজারের তুলনায় কম হওয়ায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের বাজারের তুলনায় টিসিবির তেল, ডাল চিনির দাম কম তাই এসব পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে বেশি টিসিবির ডিলাররা এসব পণ্য বিক্রি করে সন্তুষ্ট তবে টিসিবির তালিকায় নিত্যপণ্য পেঁয়াজ না থাকায় হতাশা প্রকাশ করেন কয়েকজন ক্রেতা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর খুলনায় টিসিবির চিনি, ডাল তেল বিক্রি শুরু হয় তিনটি ট্রাক সেলের মাধ্যমে মহানগরের নয়টি পয়েন্টে বিক্রি করা হচ্ছে এসব পণ্য

খোঁজ নিয়ে জানা গেছে, টিসিবির চিনি মসুর ডাল বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকায় খোলাবাজারে চিনি মসুর ডাল বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৫৫-৬৫ টাকা এবং সয়াবিন তেল ৯০-৯৫ টাকায় সে হিসেবে টিসিবির পণ্যের মূল্য বাজারের তুলনায় কিছুটা কম

মৌলভীপাড়া এলাকার মাহমুদ হোসেন বলেন, বর্তমানে পেঁয়াজ নিয়ে বাজারে এক ধরনের অস্থিরতা চলছে এমন সময় টিসিবির পণ্য তালিকায় পেঁয়াজ না থাকা অযৌক্তিক টিসিবির তালিকায় পেঁয়াজ থাকলে আমরা কম দামে পণ্যটি কিনতে পারতাম তবে চিনি, ডাল আর তেলের দাম কম আছে তাই এসব পণ্য আমরা টিসিবির ট্রাক থেকে কিনেছি

পাইকগাছার ডিম ব্যবসায়ী রমেশ রায় বলেন, প্রতিদিনই সকালে আমি ডিম নিয়ে খুলনা শহরে আসি পাইকগাছায় চিনি, ডাল ৬০ টাকার নিচে পাওয়া যায় না তাই যাওয়ার সময় টিসিবির ট্রাক থেকে ৫০ টাকা কেজি দরে দুই কেজি ডাল নিয়ে নিলাম শনিবার (আজ) দুই কেজি করে চিনি তেল নিয়ে যাব

বড়বাজার এলাকার ব্যবসায়ী আরমান হোসেন বলেন, সরকারি পণ্য জনসহায়তার জন্য টিসিবি কম দামে দিতে পারে কিন্তু পাইকাররা দাম না কমালে আমরা তো লোকসান দিয়ে ব্যবসা করব না

টিসিবির ডিলার সেলিম এন্টারপ্রাইজের ট্রাক সেলের প্রধান বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, দৈনিক চিনি ৩০০ কেজি, ডাল ৩০০ কেজি তেল ৩৮০ লিটার তোলা যায় আমরা এসব পণ্য নিয়ে সকালে বৈকালী মোড় দুপুরে ময়লাপোতা মোড়ে অবস্থান করে বিক্রি করি সন্ধ্যার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে যায় পেঁয়াজ না থাকায় ক্রেতারা প্রথমে একটু রেগে যান তবে একটু ঘুরে এসে আবার এসব পণ্য কিনে নিয়ে যান

খুলনা টিসিবি অফিস প্রধান রবিউল মোর্শেদ বণিক বার্তাকে বলেন, দুর্গা পূজা উপলক্ষে অক্টোবর পর্যন্ত ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হবে বাজারদরের চেয়ে টিসিবির পণ্যের দাম কম

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন