বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ —জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

 সামগ্রিক উন্নয়নের সূচকে বাংলাদেশ আজ বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

গতকাল বিকালে মেহেরপুরের গাংনীর ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠি পরিত্যক্ত এলাকায় আলো ছড়ানো ডিসি ইকোপার্কের কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, একটি ব্যর্থ রাষ্ট্রের বৃত্ত থেকে বের করে এনে মাত্র ১০ বছরে বিশ্বে উন্নয়নের রোল মডেল তৈরি হয়েছে বাংলাদেশ আর এটা সম্ভব হয়েছে শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য ১০ বছর আগে দেশের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, স্কুল-কলেজের ভালো ভবন ছিল না সেই অবস্থান থেকে আজকে বাংলাদেশ বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলেছে

সময় তিনি পার্কে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন উন্নয়নকাজের উদ্বোধন করেন

অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর- আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, পুলিশ সুপার এসএম মোরাদ আলী, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক মেহেরপুর- গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন